নোয়াখালী প্রতিনিধি :
দৈনিক লাখাে কণ্ঠ ও মাসিক অগ্রজ পত্রিকার সহ সম্পাদক, সাপ্তাহিক মেঘনা পত্রিকার সম্পাদক নেয়ামত উল্যাহ তারিফ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৃহস্পতিবার চরক্লার্ক ইউনিয়ন অবস্থিত মেয়ের পিত্রালয়ে এক জমকালাে আয়ােজনে বিবাহ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভােকেট ওমর ফারুখ, রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রাম সভাপতি ও চট্টগ্রাম পুলিশ ব্যুরা অব ইনভেষ্টিগেশন (পিবিআই) অফিসার আবু জাফর মােহাম্মদ ওমর ফারক, চ্যানেল এস, সময়ের কণ্ঠস্বর, জেলা প্রতিনিধি মাে ইমাম উদ্দিন (সুমন), সাংবাদিক অতুল চন্দ্র নাথ, মেঘনা পত্রিকার সাংবাদিক রাফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাইয়ুম, ৩নং চরক্লার্ক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন, ইউপি সদস্য মহিব উল্যাহ মধু, বেলাল উদ্দিন সহ উপজেলা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী বাজারের স্থায়ী বাসিদা মাে বাহার উদ্দিন (প্রবাসী) এর প্রথম কন্যা রুপা আক্তার নদী(২০) কে বিবাহ করেন সাংবাদিক তারিফ তিনি দাম্পত্য জীবন সুখী হতে সবার কাছে দােয়া চেয়েছেন। উল্লেখ্য সাংবাদিক নেয়ামত উল্যাহ তারিফ । ১লা মার্চ ১৯৮৭খ্রিঃ সুবর্ণচর উপজেলার ০৮ নং মােহাম্মদপুর ইউনিয়নের চরতােরাব আলী গ্রামে এক সম্ভ্রাÍ মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা আব্দুস সালাম একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি। তারিফ ২০০৫ সালে আলােকিত ফেণী পত্রিকায় নােয়াখালী প্রতিনিধি হিসেবে কাজ করে সাংবাদিকতার পেশায় নিয়ােজিত হন। সে থেকে অদম্য লেখালখি ও তথ্য প্রতিবেদনে যথেষ্ট সুনাম অর্জন করেন। বর্তমান তিনি দৈনিক লাখাে কণ্ঠ ও মাসিক অগ্রজ পত্রিকার সহ সম্পাদক, সাপ্তাহিক মেঘনা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।