জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস  উপলক্ষে  প্রীতি ফুটবল ম্যাচ 

 

ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা প্রশাসন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ ৬ এপ্রিল বৃহস্পতিবার ফেনী ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু দাউদ মো. গোলাম মোস্তফা উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ কারী খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলে দেন। ম্যাচে জেলা প্রশাসন অনুর্ধ-১৬ বনাম জেলা ক্রীড়া সংস্থা অনুর্ধ-১৪ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলা প্রসাশন অনুর্ধ-১৬ দল ২-১ গোলে জয় লাভ করে।

খেলা পরিচালনা করেন জেলা ফুটবল কোচ দিপক চন্দ্র দাস । খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার। অনুষ্ঠানে অসংখ্য ক্রীড়া মোদি এবং খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *