রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বৈশ্বিক প্রতিযোগিতায়-উৎপাদনশীলতা”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রামগড়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ পালিত হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০.৩০ টায় উপজেলার পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে র্যালিত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি)সারোয়ার উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যানেল মেয়র কনিকা বড়ুয়া, সংরক্ষিত মহিলা সদস্যা আনোয়ারা বেগম প্রমূখ। এসময় অতিথিদের মধ্যে থেকে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, রামগড় স.উ.বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাওছার,
রামগড় থানা উপ- পরিদর্শক উত্তম কুমার বড়ুয়া, রামগড় মডেল স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী নেতা শাহআলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ ।