সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদোৎসাহী (শিক্ষানুরাগী) সদস্য মনোনয়নে অভিজ্ঞ, শিক্ষানুরাগী ও সমাজ সেবকদের গুরুত্ব দিয়েছেন ফেনী-৩ এর সাংসদ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী । স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের পরামর্শক্রমে যাছাই বাচাই করে প্রতিটি বিদ্যালয়ে একজন করে পুরুষ ও একজন করে নারী শিক্ষানুরাগী মনোনীত করেছেন তিনি।
শিক্ষা বান্ধব জনপ্রতিনিধি, আপসহীন রাজনীতিবিদ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সফল অফিসার, সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সোনাগাজীর সর্বস্তরের জনগণ।
এর পরও গত কয়েকদিন যাবৎ কিছু কুচক্রীমহল বানোয়াট তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার করছে।
অপপ্রচারকারিরা নিজেরা বিদ্যোৎসাহী সদস্য হতে চেয়েছিলেন। অপেক্ষাকৃত যোগ্য ও অভিজ্ঞদের মনোনীত করেছেন সাংসদ মাসুদ চৌধুরী। এতে ক্ষিপ্ত হয়ে অপপ্রচার শুরু করছেন। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সোনাগাজীবাসীকে অনুরোধ জানিয়েছেন সাংসদের ঘনিষ্ঠসুত্র। ইতিমধ্যে অপপ্রচার কারিদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এধরনের অপপ্রচার করলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।