ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা শেখ ফরিদ বাহারকে আহ্বায়ক ও আলাল উদ্দিন আলালকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সংগঠনের জেলা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাশাপাশি সংগঠনটির ফেনী সদর উপজেলা ও পৌর শাখারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফজলুর রহমান বকুলকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বিরকে সদস্য সচিব করে ফেনীর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
অন্যদিকে দেলোয়ার হোসেন বাবুলকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভুঞাকে সদস্য সচিব করে পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।