ফেনী প্রতিনিধি :ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত সিরাজ উদ্দিন ইকবালের অাদালতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার হত্যা মামলা দায়ের করেছেন তার ছোট ভাই গোলাম কিবরিয়া বাবুল।
অাদালত বাদীর অাইনজীবি ও বাদীর জবানবন্দি শুনে অাদেশের অপেক্ষায় রাখেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নাছির উদ্দিন, মোশারফ হোসেন, অাবুল কাশেম কাজি ও রাজাকার শাহজাহান অাকবরকে অাসামী করা হয়েছে।
বিস্তারিত অাসছে….