এম.এমরান পাটোয়ারী:
জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবাকার্যালয় আয়োজিত সমাজ সেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন, প্রতিবন্ধীদের ভাতা প্রধান শেখ হাসিনার অবদান, বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ০২ জানুয়ারী সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা সুইড বাংলাদেশ ফেনী শাখার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আমিন উল আহসান।
ফেনী জেলা সমাজ কল্যাণ কর্মচারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ ঢাকার সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সুইড বাংলাদেশ ফেনী শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কামালহোসেন চেধুরী. সাধারণ সম্পাদক এডভোকেট সমির কর।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. শহীদ উল্লাহ, এনজিও ফেডারেশন ফেনীর সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন নোমান, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সবুজ প্রমুখ। আলোচনা পূর্বে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।