দিনাজপুরে ঢাকা ব্যাংকের উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকা কমলপুর ইউনিয়নে ঢাকা ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার উদ্যোগে “আসুন, শীতার্তদের পাশে দাঁড়াই, আপনার মমতা, অন্যের উষ্ণতা পৌঁছে দিচ্ছে ঢাকা ব্যাংক”-এই শ্লোগানে বিভিন্ন ছিন্নমূল দরিদ্র এবং গরীব মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র তুলে দিয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেড-এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ভিপি এবং ইনচার্জ সালাহুদ দিন আহমেদ। দরিদ্র মানুষের শীতের কষ্ট দুর করতে সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
২ জানুয়ারি সোমবার ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক লিমিটেড এর উত্তরাঞ্চলের ভিপি এবং রেজিওনাল ম্যানেজার মোঃ ফারুক আহমেদ, ঢাকা ব্যাংক লিঃ দিনাজপুর শাখার ভিপি এবং ম্যানেজার মিজানুর রহমান, কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মাজেদুর রহমান সরকার জুয়েলসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *