রাণীনগরে ডাকাতির ঘটনায় মামলা ॥ গ্রেফতার ৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বসত বাড়িত ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হলে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ সাবেক এক ইউপি মেম্বার সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কালীগ্রাম ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভবড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে শাহিন আলম (৪০), একই গ্রামের নুর হােসেনের ছেলে শামিম হােসেন (৩৮), রহিম উদ্দীনের ছেলে সুলতান আহম্মদ (৪৫), মৃত শুকবের রহমানের ছেলে সেকান্দার আলী (৪৭), পাশর্বর্তী ধণতােলা গ্রামের আফজাল হােসেনের ছেলে মুনির হােসেন (২২) এবং আবাদপুকুর এলাকার জামাল মােল্লার ছেলে খােকন মােল্লা (৩৪)। সােমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউপি’র ভবড়া গ্রামের ছােলাইমান আলীর ছেলে বাবলু সরদারের বাড়ীতে ডাকাতরা হানা দিয়ে বাড়ির সবাইকে মারপিট ও ধারালাে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণের গহনা সহ প্রায় সাড় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় গ্রামবাসি ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাতরা পরপর দুইটি ককটেল বিস্ফােরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে ঘটনাস্থ¯ল ত্যাগ করে। ডাকাতির ঘটনায় গৃহকর্তা বাবলু সরদার বাদি হয়ে রবিবার রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কালীগ্রাম ইউপি’র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহিন আলম, শামিম হােসেন, সুলতান আহম্মদ, সেকান্দার আলী ও ধণতােলা মুনির হােসেন এবং আবাদপুকুর এলাকার খােকন মােল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সােমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *