কাজেম আলী স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ – বাংলারদর্পন 

 

চট্টগ্রাম ব্যুরো :

আধুনিক বিশ্বে অস্ত্রের চেয়ে শক্তিশালী হয়ে ওঠেছে সংস্কৃতি। একসময় বৃটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না। কিন্তু কালক্রমে তারা রাজত্ব হারা হয়ে গেলেও তাদের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা আজো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এখনো বিশ্বের নামী-দামী বিশ্ববিদ্যালয়গুলো বৃটিশ-আমেরিকায় অবস্থিত। আমরাও চাই আমাদের জাতি শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত হয়ে বিশ্বে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হোক। আমাদের এই প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত দেশের নেতৃত্ব গ্রহণ করুক।

গতকাল (রবিবার) কাজেম আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহম্মদ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন আইএসএ’র অ্যাম্বেসেডর মজরিয়া নঈমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহিউল হক। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সানজিদা মোখতার, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। তারপর বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় সংগীত পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা। আইএসএ’র প্রজেক্ট প্রেজেন্টেশান করে শিক্ষক শওকত হোসাইনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা। শিক্ষিকা মুনমুন জাহানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইমন শীল, শাহরিয়ার, পপি, বিপন দে। কবিতা আবৃত্তি করে জিসান।

সবশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে নানা বিষয়ের বই বিতরণ করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *