দাগনভূঞা :
দাগনভূঞার জগতপুর ও অভিরামপুর চৌরাস্তার মাথায় ৪ তলা বিশিষ্ঠ বায়তুল মামুর জামে মসজিদের কাজ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকেলে উক্ত মসজিদের কাজ উদ্বোধন করেন পৌর সভার মেয়র ওমর ফারুক খান।
মসজিদ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নবকিরনের প্রকাশক ও বৈশাখী টাইলস এর মালিক শানুল ইসলাম টিপু,কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ ও মিজানুর রহমান,ফেনী জেলা অবসরপ্রাপ্ত এডজুটেন্ট অফিচার মোঃ সহিদ উল্লাহ,ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ,প্রেস ক্লাব সেক্রেটারী মোঃ আলমগীর ননী,স্বর্ণ্য ব্যবসায়ী মোঃ ফারুক,সামজ সেবক নুরনবী,একাডেমীর শিক্ষক গাজী ছালা উদ্দিনসহ এলাকার সর্ব স্থরের মানুষ।