সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুরে অনুৃষ্ঠিতব্য ” রুহুল অামিন স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিতের নির্দেশ দিয়েছেন সহকারি জজ অাদালত,সোনাগাজী ।
বুধবার সকালে প্রতিশ্রুতি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার জামাল উদ্দিনের অাবেদনের প্রেক্ষিতে অাদালত এ অাদেশ দেন। অভিযোগ সুত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি অনুৃষ্ঠিত সেমিফাইনাল খেলায় পরিকল্পিত ভাবে অাম্পায়ার প্রতিশ্রুতি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। তাৎক্ষনিক কমিটির কাছে অভিযোগ দেয়ার পরও খেলা শেষ হওয়ার অাগেই প্রতিপক্ষ দল ভোরের পাখি স্পোর্টিং ক্লাবকে বিজয়ি ঘোষনা করে। প্রতিবাদ করায় প্রতিশ্রুতি দলের খেলোয়াড় ও দর্শকদের উপর বোমা হামলা করা হয়। এতে ৩ জন অাহত হয়।
বাদী পক্ষের অাইনজীবি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু জানান, ৭ দিনের মধ্যে কমিটির সদস্যদেরকে অাদালতে হাজির হয়ে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক সোহাগ খায়ের জানান, প্রতিশ্রুতি স্পোর্টিং ক্লাব পরাজিত হওয়ার পর কমিটি ও অাম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করেছিল। অাদালতে সময়মত জবাব দিবেন বলে জানান তিনি।
অাগামী ৫মার্চ উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ নির্ধারন করা হয়েছিল।