ফেনীতে চার দিন ব্যাপী আয়কর মেলা শুরু

শেখ আশিকুন্নবী সজীব: প্রকাশ- ০২ নভেম্বর ১৬।
ফেনীতে চারদিন ব্যাপী আয়কর মেলা বুধবার থেকে শুরু হয়েছে।
শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
কুমিল্লা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি,কম,পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি মোহাম্মদ আলী খান,সাধারন সম্পাদক ঋষিকেশ মজুমদার।
কর পরিদর্শক শিপন পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চলের সহকারী কর কমিশনার দিপল ত্রিপুরা।
বক্তারা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,আয়কর দিয়ে বাংলাদেশের উন্নয়ন করুন।দেশের উন্নয়ন হলে আপনারও উন্নয়ন হবে।নিজে কর দিন,অন্যকে কর দিতে উৎসাহিত করুন।
পরে কেক কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়।
উক্ত আয়কর মেলায় ই- টি আইএন রেজিস্ট্রেশন ও রি- রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন গ্রহন ও আয়কর রিটার্ন দাখিলে সহায়তা প্রদান,সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথে তাৎক্ষণিক পে-অর্ডারের মাধ্যমে আয়কর প্রদান এবং ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের পরামর্শ সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
Related News

সোনাগাজীতে এক বাগানেই নব্বই জাতের আম
ছবিতে : আম বাগানের পরিচর্যা করছেন মেজর (অব.) সোলায়মান। ফেনী: ফেনীর সোনাগাজীতে ব্যক্তি মালিকানাধিন একটিRead More

ফেনীর ৪০টি পয়েন্ট দিয়ে আসছে চোরাচালান: শতকোটি ডলার পাচার
সৈয়দ মনির আহমদ, ফেনী: ফেনীর সাথে পাশ্ববর্তি দেশ ভারতের প্রায় ১৩১কিলোমিটার সীমান্ত রয়েছে। দুপারের বাসিন্দাদেরRead More