ঝালকাঠি প্রতিনিধি :
উপজেলা দিবস-২০২১ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা জাপা’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব ঝালকাঠি কোর্ট রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ঝালকাঠি সদর উপজেলা সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক এড. আনোয়ার হোসেন আনু,
প্রধান বক্তা জেলা সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান, বিশেষ অতিথী হেসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক এড. আঃ আলীম, ঝালকাঠি শহর জাপা’র সভাপতি এ.কে.এম বেলায়েত হোসেনসহ জেলা, উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন ঝালকাঠি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সভায় বক্তারা বলেন, জনকল্যানের স্বার্থে ও শাসন ব্যবস্থার সুবিধার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা চালু করেছেন। এরফলে প্রান্তিক জনগোষ্ঠিসহ আপামর জনগন লাভবান হয়েছে। দেশের উন্নয়নের মাইলফলক পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির আমলেই শুরু হয়েছিল।