স্কুল ছাত্রী সাদিয়া হৃদপিন্ডের ছিদ্র নিয়ে মৃত্যু’র প্রহর গুনছে

 

 

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান সাদিয়া। হৃদপিন্ডে’র ছিদ্র রোগ নিয়ে আর্থীক সংকটের কারনে উন্নত চিকিৎসা করতে না পারায় মৃত্যু’র দিন গুনছে। মেয়েটি বর্তমানে আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের আসাদুজ্জামান খোকন এর মেয়ে ইসরাত জাহান সাদিয়া। ২০১৪ সালে সাদিয়া অসুস্থ হয়ে পরলে বরিশালের হৃদরোগ চিকিৎসক ডাঃ রনজিৎ খাঁনকে সরণাপন্ন হয়। তিনি সাদিয়ার হার্ডে’র সমস্যার কথা বলেন। তার পরামর্শ অনুসারে পরিবার ঢাকায় জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ এবিএম আব্দুল সালাম বলেন সাদিয়ার হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। ওর সার্জারী চিকিৎসা করতে হবে। এর জন্য কমপক্ষে ব্যয় হবে ৪ লাখ টাকা। অসহায় পিতা আসাদুজ্জামান খোকন মেয়ের ব্যয় বহুল চিকিৎসা করতে পারছে না।

তিনি তার মেয়েকে বাচাঁতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী ও দেশের হৃদয়বান মানুষকে হাত বাড়িয়ে দেয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। গত তিন বছর ধরে এরোগ নিয়ে সাদিয়া বেচেঁ আছে। মা ডেইজি বেগম জানান যখনই বেশী অসুস্থ হয়ে পরে তখনই হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় বেশী অসুস্থ হয়ে পরলে তাকে পুনঃরায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়ার বাবা আসাদুজ্জামান খোকনের মোবাইল নং-০১৭৭২৯২০১৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *