ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট, বোরহানগঞ্জ ও উদয়পুর রাস্তার মাথা বাজারে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা ইলিশ, চিংড়ি ও লাল চিত মাছ জব্দ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাহি অফিসার মো. আ. কুদদূসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনার সময় ৫ জন জাটকা বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ও ৫ ধারায় দোষি সাব্যস্ত করে আট হাজার টাকা জরিমান আদায় করা হয়।
জব্দকৃত মাছগুলো মারকাজ মসজিদ হাফেজিয়া মাদরাসা ও কুঞ্জেরহাট মোহাম্মদিয়া নূরাণি হাফেজিয়া মাদরাসা, কুঞ্জের হাট ইসলামিয়া একাডেমি, জয়নাল আবেদিন ক্যাডেট একাডেমি, আব্দুল মালেক হাফেজিয়া মাদরাসা ও মাইজকান্দি হাফেজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদনা/ এমএ