‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ উদ্বোধন বৃহস্পতিবার

 

ভোলা প্রতিনিধি : তথ্য প্রযুক্তি সম্বলিত পার্ক ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ উদ্বোধন হতে যাচ্ছে।

বৃহস্পতিবার দ্বীপ জেলা ভোলার লালমোহন শাহবাজপুর কলেজ মাঠে পার্কের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে চীফ হুইপ আসম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও ১৩জন এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।

অত্যন্ত সুরম্য ও মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে এ পার্কটি। এখান থেকে সরকারি-বেসরকারি শতাধিক সেবা পাওয়া যাবে।

এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল এলইডি টিভি, যার মাধ্যমে সকল খেলাধুলাসহ অন্যান্য সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান দেখা যাবে। থাকছে ফ্রী ওয়াইফাই, সবচেয়ে আকর্ষণীয় শান্তির প্রতীক নৌকার বিশাল এক আলোকিত প্রতিকৃতি। এছাড়াও থাকছে ডিজিটাল বিনোদন ব্যবস্থাসহ আরও অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *