ঝালকাঠি প্রতিনিধি :
দেশব্যাপি নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ঝালকাঠি জেলা জাপা মানববন্ধন পালন করেছে। শনিবার বিকালে ঝালকাঠি জেলা জাপা’র কার্যালয়ের সামনে পোষ্ট অফিস রোডে আহ্বায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানব বন্ধন পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ঝালকাঠি জেলা শাখার সাবেক সভাপতি মো: বজলুর রহমান, জেলা জাপার সদস্য সচিব আলহাজ্ব মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর জাপার আহ্বায়ক আব্দুল আলিম, কৃষক পার্টির জেলা আহ্বায়ক মো: বেলায়েত হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো: ইউনুস হাওলাদার, শ্রমিক পার্টির সভাপতি আবুল বাসার আদু, ৩নং ওয়ার্ড জাপা সেক্রেটারী মো: ফরিদ হোসেনসহ জাপা ও যুবসংহতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।