বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুলহাটা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে নুপুর আক্তার। যৌতুকের নির্মম বলী সদ্য বিবাহিত চার মাসের অন্তসত্বা এই গৃহবধূ।
নুপুরের ভাই সুজনের ভাষ্যমতে, প্রায় এগারো মাস আগে পাশ্ববর্তী ঘসিয়া খালী গ্রামের ওলী মিয়ার ছেলে সোলেমানের সাথে নুপুরের বিয়ে হয়। যৌতুকের দাবীতে স্বামী, শশুর ও শাশুড়ি নুপুরকে সব সময় চাপ দিতে থাকে। অবশেষে গত সোমবার যোহরের নামাজ পড়ার সময় চাল চুরির অপবাদ দিয়ে নামাজ থেকে নুপুরকে টেনে হিঁচড়ে ঘরের একটি কক্ষে নিয়ে যায় তার শশুর ওলী মিয়া। সেখানে নিয়ে নুপুরের তলপেটে মাথি মারে ওলী মিয়া। মুহূর্তেই জ্ঞান হারিয়ে পেলে চার মাসের অন্তসত্বা নুপুর। অবস্থা বেগতিক দেখে নুপুরের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওলী মিয়া। এ সময় তাকে ওলিমিয়াকে সহযোগিতা করে নুপুরের শাশুড়ি ও ননদেরা। কিন্তু ঘটনা জানাজানি হওয়াতে নুপুরের শরীরের পুরো অংশ জ্বলে যাওয়ার আগেই আশেপাশের মানুষ এসে আগুন নিভিয়ে পেলে।
কিন্তু ততক্ষণে নিভে গেল সদ্য বিবাহিত অন্তসত্বা নুপুরের জীবন প্রদীপ।
এ ঘটনায় মোড়লগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। অাসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।