ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়নের দরবেশেরহাট ও রঘুনাথ পুর বাজার সড়কের বেহাল দশা, জন দূর্ভোগ চরমে।
জানা যায়, এই সড়কটি ৯৬ সালে নির্মিত হয়। প্রায় দু’দশক পেরিয়ে গেলে ও এ সড়কের কোন প্রকার সংস্কার করা হয়নি। সম্পূর্ন সড়কটি খানা খন্দকে ভরা! গত দুদিনের সামান্য বৃষ্টিতে মারাত্নক ভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । রিক্সা চালক খোকা মিয়া বলেন,
দীর্ঘ দিন যাবত কার্পেটিং উঠে গিয়ে উচা নিচা (গর্ত) হওয়ার কারনে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
যার ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ্য ব্যাক্তি, বিশেষ করে গর্ভবতী মায়েদের যাতায়াতে সমস্যা হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান নুর নবী জানান,
এলজিআইডি কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। অছরেই এ সড়কটি সংস্কারের পাশাপাশি প্রশস্ত করা হবে।