বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

রাকিবুল হাসান সুমন, যশোর :

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার সময় ৭রোহিঙ্গা আটক করে বিজিবি। বুধবার(৯সেপ্টেম্বর) দুপুর১টার সময় পুটখালী চরেরমাঠ থেকে তাদের কে আটক করে। জানা যায় এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গাক্যাম্পের মোঃ আব্দুল হালিম (৫৩) পিতা মৃত আবুল হোসেন, মোঃ কাওছার আলী (২২) পিতা মোঃ হাসেম আলী, মোসাম্মৎ খুশির বেগম (২১) পিতা দুলু মিয়া, স্বামী কাওসার আলী ,সৈয়দুল কাউসার (২১) পিতা শামসুল আলম, মোসাম্মৎ কোনইস বিবি (২৭) পিতা সৈয়দ আহমেদ, মোসাম্মৎ দিলজান খাতুন (১৬) পিতা নুরুল হক, মোহাম্মদ সালমান ১৮ মাস, পিতা কাউছার আলীকে আটক করেছে বিজিবি সদস্যরা ৷

২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী নিশ্চিত করে জানান, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে সাত রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *