৩০ বছর ভিক্ষা করেও বাঁচাতে পারছিনা মেয়েটিকে

দুলাল তালুকদার>>

কথা গুলো বলছিলেন ফেনী রাজাঝির দিঘীর পাড়ে জেলা পরিষদ পার্কের সামনে ৩০ বছর ধরে একই স্থানে বসে ভিক্ষা করা শারিরিক প্রতিবন্ধী মো: জসিম। ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দক্ষিন শালদর গ্রামের আবু আহম্মদের ছেলে জসিম দীর্ঘ ৩০ বছর ধরে এই স্থানে ভিক্ষাবৃত্তি করে তার পরিবার চালায়। তার রয়েছে দুটি কন্যা সন্তান, বড় মেয়ে বিবি আয়শা (৭)ফেনী অচিনগাছ তলার ণুরানী মাদ্রাসায় পড়ে, ছোট মেয়ে জাহিন (৩) এ বয়ষেই তার একটি কিডনী নষ্ট হয়েগেছে। তাই তার দুশ্চিন্তার অন্ত নেই।সে জানায়, আমার কাছে ভিক্ষার যত টাকা ছিল সব দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছি, এখন আর আমার কোন টাকা জমা নেই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে হয়ত আমার তিন বছরের মেয়েটা বাঁচবে। ইতি মধ্যে ডাক্তার বলেছেন ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে সে বাঁচতে পারে।

তাই আসুন আমরা সবাই শারিরিক প্রতিবন্ধী মো: জসিম এর তিন বছরের শিশু কন্যা জাহিনের পাঁশে দাড়াই।

মেয়েটির কোন ছবি পাওয়া যায়নি।

 

জসিম কে সাহায্য করতে তার সাথে যোগাযোগ করতে পারেন-জসিম-০১৮৫৯৭০৯৮৭২ অথবা-০১৭২৪৬৯৮৩৫২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *