বাংলার দর্পন ডটকম :
ঝালকাঠিতে এশিয়ান টেলিভিশিন ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি মানিক আচার্য্যর ওপর পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের পুত্র আমিনুল ইসলাম লিটন কতৃক হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরর কুমারপট্টি এলাকায় হঠাৎ সন্ত্রাসী হামলা করে।
এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমদ আবু জাফর। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক নিযাতন বন্ধে যুগোপযোযোগি আইন না থাকায় দেশে প্রতিনিয়ত সাংবাদিক নিযাতন ঘটছেই। সরকারের নিকট সাংবাদিক নিযাতন বন্ধে দ্রুত একটি আইন প্রণয়নেরও দাবী করেন সংগঠন নেতৃবৃন্দ।