সাংবাদিক সৈয়দ মনিরকে হত্যা চেষ্টার মামলায় সাক্ষ্য গ্রহন শুরু

 

 

সোনাগাজী প্রতিনিধি : দৈনিক অামাদের কন্ঠের জেলা প্রতিনিধি, সাপ্তাহিক ফেনীর ডাক’র বার্তা সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির অাহমদকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহন শুরু হয়েছে।

 

বুধবার (৫ জুলাই)সকালে ফেনীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট   তাওহিদুল হক’র অাদালতে উক্ত সাক্ষ্য গ্রহন শুরু হয়। ওই দিন মামলার বাদী সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,  ভিকটিম সৈয়দ মনির অাহমদ, অাহত সাক্ষী মোশারফ হোসেন, প্রত্যক্ষ সাক্ষী ব্যাবসায়ী ইস্রাফিল ভুঞা উক্ত অাদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ১৭ ও ২৩ জানুয়ারী দুই দফা সোনাগাজী পশ্চিম বাজারে  সাংবাদিক সৈয়দ মনিরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।  ওইদিন ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী সদ হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় তার ভাই সৈয়দ দীন মোহাম্মদ বাদী হয়ে উত্তর চর ছান্দিয়ার তারেক (২০),অাখের (২৬) ও নজরুল(২৫)কে অাসামি করে সোনাগাজী থানায় মামলা রুজু করে। মামলা নং ২২/১৪।  অাসামীরা দীর্ঘদিন কারাভোগের পর জামিনে অাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *