আবদুল মান্নান :
পরশুরামে উপজেলা পশু হাসপাতালের পাশের একটি কুপ থেকে মোঃ- ইয়াছিন( ৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে মোঃ ইয়াছিন ও তার পরিবার ৫নং সদর ওয়ার্ড উত্তর কোলাপাড়া গ্রামের শাহাব মিয়ার বাসায় ভাড়াটিয়া থাকতেন।
শুক্রবার (১৮ জুন) পরশুরাম থানা পুলিশ মোঃ- ইয়াছিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এবং এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো খালেদ হোসেন।