ফেনী প্রতিনিধি :
ফেনীতে হত্যা মামলার আসামী মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে ব্লেড জসিমকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার রাতে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২৫ মার্চ শনিবার রাতে সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের পাশে নুরুল আমিন প্রকাশ রিপনকে এলোপাথাড়ি গুলি করে। গুলিবিদ্ধ রিপন মোটর সাইকেল থেকে পড়ে গেলে তাকে মৃত ভেবে সস্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে রিপনের মৃত্যু হয়।
পরে নিহতের মা বাদী হয়ে সাজেদা বেগম সোনাগাজী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭জনকে আসামী করে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন ওরফে ব্লেড জসিম উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কাজী বাড়ীর আফতাব আলীর ছেলে।
ফেনীস্থ্য র্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, গ্রেফতারকৃতকে রোববার বিকালে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।