ময়নামতিতে রাতভর চলছে জুয়ার রমরমা বাণিজ্য

 

নিজেস্ব প্রতিবেদকঃ

জুয়ায় ভাসছে ময়নামতিসহ আশপাশের এলাকা। বাড়ছে চুরি সহ নানা অপরাধ। আইন-শৃঙখলা রক্ষাকারীবাহিনী এক্ষেত্রে সম্পূর্ণ নিরবতা পালন করছে। জুয়ায় যেমন সর্বস্বান্ত হচ্ছে শত শত মানুষ,আবার মাদক,ইয়াবায় ধ্বংস হচ্ছে হাজার হাজার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অসংখ্য নানা বয়সী মানুষ। অভিযোগ রয়েছে বুড়িচং দেবপুর ফাঁড়ি পুলিশ ম্যানেজ করে চলছে নিষিদ্ধ মাদক আর জুয়ার রমরমা বানিজ্য। স্থানীয় দেবপুর পুলিশের সাথে  দৈনিক ৩৫ হাজার টাকা চুক্তিতে জুয়ার বোট পরিচালনা করছেন বলে গোপন তথ্যে জুয়ারিদের সাথে কথা বলে জানা গেছে।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলো এলাকায় প্রতিবছর ধরে চলে আসছিল বৈশাখী মেলা। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ রাণীরবাংলো এলাকায় বৈশাখী মেলার আয়োজন বন্ধের ঘোষনা দিলে এখানকার হাজার হাজার মানুষ বৈশাখী মেলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে।

 

ঐতিহ্যবাহী মেলাটি বন্ধ হলেও স্থানীয় একটি অপরাধী চক্র মেলার আশপাশে বৈশাখী মেলার নামে জুয়ার আসর বসায়। আর এরপর থেকে অর্থাৎ গত ৭ বৈশাখ থেকে চলছে ময়নামতি রানীরবাংলোর মূল সড়কের পাশে অবাধে জুয়ার আসর। এতে প্রতিদিন জুয়া খেলতে আশপাশের সহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ। লাখ লাখ টাকার এই জুয়ার আসরে সর্বস্বান্ত হচ্ছে অসংখ্য মানুষ। জুয়ার এই টাকার ভাগ যাচ্ছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পকেটেও।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক এলাকাবাসী জানায় এতে জড়িত রয়েছে ময়নামতির ফরিজপুর ,রামপাল,সমেষপুর,দেবপুর,রামপুর,ঝুমুর প্রভৃতি এলাকায় অবাধে চলছে মাদক বিক্রি। আর প্রতিদিন স্থানীয়রা ছাড়াও দুর দুরান্ত থেকে শত শত মাদকসেবী উল্লেখিত এলাকায় এসে মাদক সেবন করছে। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট হলেও সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। অপরাধী সিন্ডিকেট এর ভয়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *