চট্টগ্রাম ব্যুরো :
বাংলাদেশে কেউ ভাতা হতে বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি টাকার ভাতা বাজেটের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে কেউ কোন রকম ভাতা দিত না, কিন্তু আজ বাংলাদেশে ১৫৬ প্রকার ভাতা দিয়ে যাচ্ছেন তিনি। চট্টগ্রামের রাউজানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এর ২০১৭/১৮ অর্থ বছরের উদ্বোধন, ভাতা কার্ড প্রদান ও মত বিনিময় সভায় এসব কথা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো.নুরুজ্জামান আহমেদ এমপি।
আজ বুধবার, (৭-জানুয়ারী) দুপুরে, রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, নির্বাহী অফিসার (ভূমি) জোনায়েদ কবির সোহাগের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ চট্টগ্রাম বিভাগের পরিচালক ড.নাজবীর রহমান, সমাজকল্যাণ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক বন্দনা দাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে ৭৫৩জনকে বয়স্ক ভাতা, ২৪২জনকে বিধবা ভাতা ও ১৬১ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।