কুমিল্লা প্রতিনিধি : ২৪ ঘন্টার মধ্যে অাবারো বৃহস্পতিবার বিকালে স্টার লাইনের একটি গাড়ী কুমিল্লায় দুর্ঘটনার কবলে। জানা যায়, ওই সময় বেপরোয়া গতিতে গাড়ীটি একটি পুকুরে পতিত হলে যাত্রীরা প্রানে রক্ষা পায়। এতে ২০ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই গাড়ীর যাত্রী কাতার প্রবাসী অাবুল হাসেম জানান, বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি পুকুরে নিমর্জিত হয়।
এর অাগে বুধবার বিকালে কুমিল্লায় স্টার লাইনের অপর একটি গাড়ী ধুমড়ে মুছড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে ৩ যাত্রীর প্রানহানি ও ৩০ জন অাহত হয়।