চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৪ মে) রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালায় ইউনিয়নে বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের পুত্র জুবাইদ (২৭) ও আবদুর রশিদের পুত্র রিদুয়ান (২৮)।
জোয়ারিয়ানালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুর্ঘটনায়দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।