ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের রাজাঝির দীঘি থেকে অজ্ঞাত পরিচয় (২৭) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মৃতদেহটি চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস লিডার ও সিভিল ডিফেন্স ডুবরী সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চার ঘন্টা চেষ্টা করে মৃত দেহটি উদ্ধার করে।
ডুবরী সাইফুল ইসলাম জানান, মৃতদেহটি একদম দিঘীর পানির নিচে ছিল। ধারণা করা হচ্ছে ১০/১২ ঘন্টা আগে লোকটি পানিতে ডুবে মারা যায়।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালের দিকে লোকটি দীঘিতে নামে।
স্থায়ীয়দের সাথে কথা বলে জানাযায়, পরপর কয়েকটি ডু্ব দেয়ার পর সে আর উঠেনি। তার ডু্বে যাওয়ার খবরে ফায়ার সার্ভিস এসে ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে স্পেশাল ডুবরী টিম আনা হয়।
দীঘির পাড়ের ব্যবসায়ীরা জানান, নিহত যুবকটি মস্তিষ্ক বিকৃত ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।