ফেনী প্রতিনিধি :
ফেনীতে পুলিশ হেফাজতে মোঃ নুরুল আমীন (৫২)নামে এক আসামীর মৃত্যুর খবর পাওয়া গেছে।পুলিশের দাবী গ্রেফতারের পর অসুস্থ অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনের কারনে তার মৃত্যু হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাশেদ খান চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রাম থেকে একটি মামলার আসামী নুরুল আমীনকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। থানার এস আই আজাদুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতারের পর থানা হাজতে থাকাবস্থায় রাত পৌনে ৯টার দিকে সে স্টোক করলে তাকে তাৎক্ষণিক ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ৯টার দিকে তাকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে রাত ৩টা ২০ মিনিটে তিনি মারা যান।
মৃত্যুর ঘটনাটি নিহতের ছেলে নুরুল আবসার মানিক ও ভায়রা আবুল কালাম তাঁকে লিখিতভাবে জানিয়েছেন বলেও তিনি জানান। এদিকে নিহতের পরিবারের দাবী থানা হেফাজতে পুলিশের নির্যাতনে স্টোক করে নুরুল আমীন মারা গেছেন।নিহতের আত্নীয় শহীদ ও জুয়েলের দাবী নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় তারা ফেনীর আদালতে মামলা করবেন বলেও জানান।তবে অভিযোগ অস্বীকার করে ওসি রাশেদ খান চৌধুরী জানান, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসামী নুরুল আমীনের মৃত্যু হয়েছে। তাকে কোন ধরনের নির্যাতন করা হয়নি।