ফেনীতে মাদ্রাসা পরিচালকের উপর হামলাকারী জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের পৌরসভার ১নং ওয়ার্ডে প্রেট্রোল বাংলা দারুল ঈমান ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুনের উপর হামলাকারীকে মঙ্গলবার আটক করে র‍্যাব-৭ ফেনী ক্যাম্প। ক্যাম্প অধিনায়ক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জানাযায়,সোমবার মাদ্রাসার পরিচালক এক বিদায়ী ছাত্র ২মাসের আবাসিক বকেয়া ৮ হাজার টাকা চাওয়ায় ছাত্র ওয়াছি আলম শান্তের অভিবাবক মো. জাহাঙ্গীর তাঁর উপর হামলা করে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

অভিযুক্ত হামলারকারীর ছবি ও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়। ধৃত মো. জাহাঙ্গীর ১নং ওয়ার্ডে মুন্সী পুকুরের পাশের বাড়ীর আবুল বশরের ছেলে।

হাফেজ মাওলানা মামুনের রশীদ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *