মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

ফেনী প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা (বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো) দ্বিতীয় দিনেও সোনাগাজীর বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।। শনিবার( ২৫শে জানুয়ারি) সকাল ১১টায় সোনাগাজী ছাবের সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক।

তিনি বলেন, তরুন প্রজন্ম সোনাগাজী প্রেসক্লাবের এ আয়োজনে সম্পৃক্ত হলে বঙ্গবন্ধুকে জানবে ও বাংলাদেশকে জানবে। এবং সকল প্রকার ভ্রান্ত ধারনা দূর হবে। শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু মুজিবের জীবন ও কর্ম তুলে ধরার এ অসাধারণ উদ্যোগ নেয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানান তিনি।

 

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল আলম চেয়ারম্যান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার উদ্যোগ নেয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

উদ্বোধনি বক্তব্য রাখেন জহিরুল আলম চেয়ারম্যান।

আরও বক্তব্য রাখেন ওলামাবাজার হাই স্কুলের সভাপতি সলিম উল্লাহ সেলিম, আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মফিজুল রহমান ভূঞা, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ও কলামিস্ট ডা. শুকলাল দেবনাথ, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো. ছালাহ উদ্দিন, বাহার উল্লাহ, প্রচার সম্পাদক আবদুর রহিম, তথ্য সম্পাদক নুরুল করিম সাইফুল, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন ভূঁঞা ও আবু মুছা তুহিন প্রমূখ।

 

উদ্বোধনের পর সোনাগাজী ছাবের সরকারি উচ্চ বিদ্যালয়, ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, সাহেবেরহাট শফি উল্লা উচ্চ বিদ্যালয়, মোশারফ মোয়াজ্জেম আলিম মাদ্রাসা স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার প্রশ্নগুলো বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে প্রশ্ন বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *