রামগড়ের খাগড়াবিলে পাহাড় ধসে  নিহত ১ | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায়  নিহত ১জন আহত হয় ১ শ্রমিক। ঘটনাটি ঘটেছে ১নং রামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর খাগড়াবিল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে । নিহতের নাম খগেন্দ্র ত্রিপুরা (৩২) সে মাটিরাঙ্গা উপজেলার টেকপাড়া এলাকার খেত কুমারের ছেলে। আহত হেতেন্দ্র ত্রিপুরা (৪৫) রামগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার সময়  স্কেভেটার দিয়ে পাহাড়ের কাটার সময় পাহাড়টি ধসে পড়ে। এসময় নিচে ৪জন শ্রমিক মাটি সরানোর কাজে ব্যস্থ ছিলো এসময় ২ শ্রমিক মাটি চাপা পড়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অন্য জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস  ৪ ঘন্টা চেষ্টাকরপ মৃত অবস্থায় উদ্ধার করে।

 

নিহতের ভাগিনা অপর শ্রমিক কুজেন ত্রিপুরা জানান, তারা ৪ জন গত ৩দিন যাবৎ ঐ স্থানে স্কেভেটারের সাহায্য মাটি সরানোর কাজ করছিল। এদিকে স্কেভেটরের ড্রাইভার ও পাহাড়ের মালিক ঘটনার পরপর সরে পড়ে।

 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ জানান, মাটিচাপার ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *