সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাস্থ পর্যটনকেন্দ্র মুহুরী প্রজেক্ট এলাকা থেকে ৫০ লিটার ভারতীয় মদ সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মুহুরী প্রজেক্ট পুলিশ পাড়ীর এএসআই মোহসীন অালী।
ধৃত মাদক বিক্রেতা রেদওয়ান (৩২) চট্রগ্রাম জেলার করের হাটের মো. হারেছের ছেলে।
পুলিশ জানান, শুক্রবার সকাল ৯টায় মুহুরী প্রজেক্ট সেতু পারাপারের সময় সিএনজি অটোরিক্সা চেকিং করে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাদা বস্তাবন্দি প্রায় ৫০ লিটার মদ উদ্ধার করা হয়। মডেল থানার ওসি হুমায়ুন কবির বাংলার দর্পন ডটকম কে জানান,
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলার প্রস্ততি চলছে.।