গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে নতুন করে একদিনে আরও ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়াও চাটখিল উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছে ১১৪ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪০ জন, মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের ও সুস্থ হয়েছেন ১৪৪৩ জন।
গত চব্বিশ ঘন্টায় স্যাম্পল প্রেরণ করা হয়েছে ১৩৪ জনের, ফলাফল এসেছে ১৭৮ জনের। এ যাবৎ মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ১২২৪২ জনের, প্রাপ্ত ফলাফল ১২১২৩ জন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯০৭ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ ৭৩০ জন, বেগমগঞ্জে ৬৮৬জন, চাটখিলে ১৪৪জন, সোনাইমুড়ীতে-১৩৩জন,কবিরহাটে ২৭১জন,কোম্পানীগঞ্জে ১৪৪ জন, সেনবাগে ১০৬ জন, হাতিয়া ৬২ জন ও সুবর্ণচরে ১৬৪ জনসহ মোট জেলায়- ২৪৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলারদর্পন