মোশারফ হোসেন,রামগড় (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির রামগড়ে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে চলে যায় এসময় ঘটনাস্থলে ড্রাইভার নিহত হয়।
আজ বুধবার সকাল ১০ টার দিকে রামগড় সদর ইউনিয়নের দাঁতারাম পাড়ার ব্রিক ফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে চলে যায়, এতে ঘটনাস্থলেই ড্রাইভার নুরুল ইসলাম (৩২) নিহত হয়।
রামগড় পৌরএলাকায় চৌধুরী পাড়ার মজল হকের পুত্র নুরুল ইসলাম একই এলাকার আব্দুল সাত্তার এর মিনিট্রাক নিয়ে দাঁতারাম পাড়ার ব্রিকফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে স্থানীয় কাঁচা সড়কে দুর্ঘটনায় পতিত হয়।