মোঃ আলাউদ্দীন >>
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, কারবালা মুসলমানদের অসত্য ও অন্যায়ের পক্ষে আপোষ না করে সত্য ও ন্যায়ের পক্ষে অনঢ় থাকার শিক্ষা দেয়। ইমাম হোসাইন (রাঃ) তাঁর পরিবারবর্গ ও সাথীদের নিয়ে কারবালা প্রান্তরে জীবন উৎসর্গের মাধ্যমে মুসলমানদের এ শিক্ষা দিয়ে গেছেন। যা মুসলমানদের আজীবন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা যোগাবে।
তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর শনিবার রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬৫তম শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তকরির রাখছিলেন।
তিনি আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গাসহ পুরো বিশ্বের মুসলমানেরা আজ চরমভাবে নির্যাতিত। কারবালার সত্য ও ন্যায়ের শিক্ষা বুকে ধারণ করে মুসলিম বিশ্বকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে অবস্থান নিতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে আগামী ৯ অক্টোবর সোমবার চট্টগ্রামের বায়েজদ গাউছুল আজম সিটিস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিতব্য তরিক্বত কনফারেন্সে মুসলমান যুবকরা পাবে প্রিয় রাসূলের আদর্শে জীবন গঠনের প্রকৃত দিক-নির্দেশনা এবং তরিক্বতের মাধ্যমে হেদায়তপ্রাপ্তির উপায়।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে জোহর খতমে কোরআন, শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার, বাদে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে নূরে কোরআন বিতরণ, বাদে মাগরিব বায়আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত তরিক্বতপন্থীদেরকে রাসূলে (দঃ) এর সুন্নাত তরিক্বায় বায়আত, তাওয়াজ্জুহ্র মাধ্যমে রাসুল (দঃ) এর বাতেনী নূর বিতরণ, তাবাররুক বিতরণ এবং বাদে এশা মোর্শেদে আজম হুজুর ক্বেবলা মাদ্দাজিল্লুহুল আলীর তকরির, মিলাদ-কিয়াম ও আখেরী মুনাজাত। প্রতি বছরের ন্যায় এ বছরও এসব কর্মসূচীতে অংশগ্রহণের উদ্দেশ্যে দুপুর থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কাগতিয়া দরবার শরীফে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে আছরের পূর্বেই মাহফিলস্থল দরবার শরীফস্থ গাউছুল আজম জামে মসজিদ প্রাঙ্গনসহ এর আশেপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়।
মাহফিলে অন্য্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইব্রাহিম হানফী, মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্ল¬ামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান।
মিলাদ ও কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।