দাগনভুঞায় পুলিশের ধাওয়ায় অটোরিক্সা খাদে – বৃদ্ধা ও শিশুসহ অাহত ৪ | বাংলারদর্পন  

দাগনভুঞা প্রতিনিধি :

ফেনীর দাগনভুঞায় ১৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায়  টিএসআই আলাউদ্দিনের ধাওয়ায়  সিএনজি অটোরিক্সা খাদে পড়ে বৃদ্ধা, চালক ও  শিশুসহ ৪ জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। অাহতদের উদ্ধার করে দাগনভুঞা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে  ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামের ওয়ালি মিয়া বাড়ীর লিটনের স্ত্রী, ছেলে, ও বৃদ্ধা মা।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় টিএসআই আলাউদ্দিন চালককে মারধর করলে নিয়ন্ত্রন হারিয়ে  সিএনজি খাদে পড়ে যায়।

ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল তুলাতুলি থেকে সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *