ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার পুজা মন্ডপ গুলো পরিদর্শন কালে ফেনী-৩ অাসনের সাংসদ হাজী রহিম উল্যাহ বলেন, প্রতিটি মন্দিরে সৌর বিদ্যুতায়ন করা হবে। মন্দিরের অবকাঠামোর বেহাল দশা দেখে তিনি বলেন, পর্যায় ক্রমে সকল মন্দিরে উন্নয়ন করা হবে। যাতে সকল মৌসমে নির্ভিগ্নে পুজা উদযাপন করা যায়।
এমপি অষ্টমি ও নবমীর দিনে উপজেলার ১৫ টি মন্ডপ পরিদর্শন করেন। ওই সময় অারো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার, ওসি (তদন্ত) মো. হারুন, উপজেলা হিন্দু বৌদ্দ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দুলাল মজুমদার, উপজেলা মহিলা অা’লীগের সহ সভাপতি মনিলা পোদ্দার, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।