ফেনীর ক্বেরাত সম্মেলনে আন্তর্জাতিক ক্বারীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে তৃতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন সোনাগাজী ওলামা বাজার দারুল উলুম আল-হোসাইনিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম আদীব । আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার আয়োজনে সম্মেলনে অংশগ্রহন করেন ৮টি দেশের ক্বারীগণ।

 

অংশগ্রহণকারী ক্বারীদের মধ্যে ছিল তানজানিয়ার শায়খ ক্বারী রেজা আইয়ুব, ভারতের শায়ক ক্বারী তৈয়ব জামাল, লন্ডনের শায়খ ক্বারী আইয়ুব আসিফ, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারী দারভীর হাসভীন, মিশনের শায়খ ক্বারী ইয়াহইয়া শারকাভী,

মিশরের শায়খ ক্বারী উসামা আল হাওয়ারী, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারী সালমান আমিরুল্যাহ, কানাডার শায়খ ক্বারী মোজাম্মেল হোসাইন, ঢাকার ক্বারী সাইদুল ইসলাম আসাদ ও চট্টগ্রামের ক্বারী আনোয়ার হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *