ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়ায় তুচ্ছ ঘটনার জেরে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ভুঞা- বাজারে পাওনা টাকার জেরে দেলোয়ার কন্ট্রাকটর বাড়ীর দেলোয়ার হোসেন এর ছেলে ইলিয়াছ মিয়া (৩৫)কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী জসিম উদ্দিন। সে চর ছান্দিয়া গ্রামের জঙ্গল বাড়ীর মোস্তফার ছেলে।
ইলিয়াছের ছোট ভাই সুমন জানান, তুচ্ছ ঘটনার জেরে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় চাপাতি দিয়ে মাথায়, গাড়ে কুপিয়ে হত্যার চালায়। তার অাত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী হাসপাতালে ভর্তি করায় অবস্থার অবনতি হলে ফেনী হাসপাতালে স্থানান্তর করা হয়।
সুমন অারো জানান, মামলার প্রস্তুতি চলছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, জসিম তালিকাভুক্ত সন্ত্রাসী সে সদ্য কারামুক্ত। অভিযোগ পেলে দ্রুত অাইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।