ফেনী জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছে বিএনপি

 

ফেনী প্রতিনিধি :

 

পুলিশি হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন।

আজ রোববার সকাল ১১ টার দিকে ফেনী জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মনোজ কুমার রায়কে স্বারকলিপি প্রদানের সময় তিনি এ অভিযোগ করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি তুলে দেন। এ সময় জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, পুলিশি হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা ঘর-বাড়িতে থাকতে পারছেনা। ৭০ বছর বয়সী হার্টের রোগী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস বর্তনকে বিএনপির কর্মসূচি থেকে নিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীরা ঘর বাড়ি থেকে পালিয়ে থাকার পর এখন শুরু হয়েছে তাদের স্বজনদের ওপর নির্যাতন আর গ্রেপ্তার।

পুলিশ সুপারের হয়রানি বন্ধ করতে এ সময় জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান জয়নাল আবেদিন।

তবে অন্যদিনের মতো স্বারকলিপি প্রদানে বাধা দেয়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *