ফেনীর গণমাধ্যম কর্মীদের  সাথে অা’লীগ নেত্রী রোকেয়া প্রাচীর মতবিনিময়

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজনীতিবিদ ও টিভি অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি বাংলাদেশ মহিলা অা’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী  শহরের অভিজাত সিজলার চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  তিনি নিজ এলাকা ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথা জানান ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তিনি বলেন, আমরা যারা জনগনের প্রতিনিধি হতে চাই, আমাদের কাজ হচ্ছে এলাকার মানুষ কি চায় তার চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেয়া। যাদের প্রতিনিধি হবো তারা কি ভাবছে, তারা কি বলতে চাইছে, তাদের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিতে হবে। আর এসব ক্ষেত্রেই আমি ফেনীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চাই।

রোকেয়া প্রাচী বলেন-সোনাগাজী-দাগনভূঞা আমার এলাকা, আমার শেকড়। আমি সোনাগাজীর মেয়ে। কাজেই আমি সোনাগাজী দাগনভূঞাকে আওয়ামী লীগের জন্য প্রস্তুত করছি। যে মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা পাবে। আওয়ামীলীগের আদর্শ বাস্তবায়িত হবে।

মতিবিনিময় সভায়,  ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, রবিউল হক রবি, সাবেক সভাপতি বখতেয়ার মুন্না , রিপোটার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, ফেনী জেলা মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সভাপতি শাহজালাল ভুঞা সহ শতাধিক গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *