ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীতে প্রথম বারের মত অান্তর্জাতিক কেরাত সম্মেলন অনুৃষ্ঠিত হচ্ছে।
২৯সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় সোনাগাজী কেন্দ্রীয় ঈদগা ময়দানে অানুষ্ঠানিক ভাবে সম্মেলন শুরু হয়েছে।
কেরাত সম্মেলনের অায়োজন করেন অান্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা, সোনাগাজী শাখা।
সার্বিক তত্বাবধায়নে অাছে সোনাগাজী ইসলামিক ফাউন্ডেশন এর এমসি মাও. নুরুল হক।
তিনি জানান, স্থানীয় হাফেজ দের তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়েছে।