ফেনী প্রতিনিধি :
ফেনীতে শহরের স্টেশন রোড এলাকা সংলগ্ন আবাসিক হোটেল “ইদ্রিসিয়া” থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
হোটেলটির মালিক ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক জানান,ওই দিন দুপুরে শহরের স্টেশন রোড় সংলগ্ন আবাসিক হোটেল ইদ্রিসিয়া ও হোটেল আলীতে অভিযান চালানো হয়।এসময় হোটেল ইদ্রিসিয়ায় ভ্রাম্যমান আদালতের টিম প্রবেশের সময় দৌড়ে হোটেলের ম্যানাজার পালিয়ে যায়।পরে হোটেলের একটি কক্ষ থেকে এক প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।আটক প্রেমিক আরিফুল ইসলাম সাকিব( ৩২)কে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।সে সোনাগাজীর সুজাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
অন্যদিকে আটক প্রেমিকা জোসনা (২৫)(ছদ্মনাম) কে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় হয়।সে এক প্রবাসির স্ত্রী বলে আদালত জানায়।
এদিকে আবাসিক হোটেল আলীর ম্যানেজারকে হোটেলে আগত ব্যক্তিদের নাম পরিচয় সঠিকভাবে লিপিবদ্ধকরে ভাড়া দেওয়ার জন্য নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।