মাে. ইমাম উদ্দিন সুমন :
নােয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে শারমিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযােগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী মােশারফ হােসেন (২৮)।
ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহতের শশুর-শাশুড়ীকে আটক করা হয়েছে।