সোনাগাজীতে মাসুদ উদ্দিন চৌধুরীর গণসংযোগ : ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছাস

সৈয়দ মনির আহমদ >> 
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়ের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী। 
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা মানুমিয়ার বাজার থেকে গনসংযোগ শুরু করেন। সকাল ১১টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ উদ্দিন চৌধুরী।

সভায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আরুমিয়া, যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন শাহীন প্রমুখ। এরপর ভোরবাজার ও নবাবপুর বাজারে গনসংযোগ করেন তিনি।

দুপুর ১২টায় নবাবপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ চৌধুরী।সভায়  নবাবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রুপন শর্মা, যুবলীগ সভাপতি ফজলুল হক, ইউপি সদস্য বাসুমিয়া প্রমুখ। 


মতবিনিময় সভা ও গনসংযোগ কালে মাসুদ চৌধুরী বলেন, মহাজোট নেত্রী এখন বিশ্বনেত্রী। তিনি ফেনী-৩ আসনের জনগনের সেবা করার জন্যই আমাকে পাঠিয়েছেন। সকলের সহযোগীতায় সমৃৃদ্ধ  সোনাগাজীর সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *