নৌকার বিজয়ের লক্ষ্যে ইবি ছাত্রলীগের মিছিল

প্রিতম মজুমদার, ইবি :

৩০ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগানে প্রকম্পিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লক্ষ একটিই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগকে নিরঙ্কুশ ভাবে বিজয়ী করা।

বুধবার দুপুর ১২ টায় ছাত্রলীগের দলীয় টেন্ট হতে শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম এর নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন ও বিজ্ঞান ভবনের মাঝখানে সমবেত হয়ে দলীয় টেন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, আজকে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি মিছিল হলো তা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে স্থানীয় নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করে বিজয়ী করবে। এছাড়াও আমরা ক্যাম্পাসে আশপাশের এলাকায় নৌকার বিজয়ের জন্য বিভিন্ন ইউনিটে কমিটি করে দিবো। নৌকার বিজয়ই আমাদের মূল লক্ষ।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় ছিনিয়ে আনতে আজ আমরা ইবি ছাত্রলীগ প্রস্তুতি মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছি। অল্পকিছুদিনের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এলাকাভিত্তিক টিম গঠন করে দেওয়া হবে। সেই টিমের মাধ্যমে তাঁরা নিজেদের পরিবার, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষের কাছে নৌকা মার্কার প্রচারে নিজেদেরকে আত্মনিয়োগ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

মিছিলে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *